সমরাঙ্গন থেকে সাফল্যের রাজপথে – নাদিয়া নাদিম!
নাদিয়া নাদিম, সবুজ ঘাসে ঘেরা, ফ্লাড লাইটের ঝলকানিতে চমকিত রূপকথার রাজ্যের একজন অনন্য রাজকন্যা। নাম, যশ, খ্যাতি, স্বীকৃতি খুব সহজাত ভাবে, প্রাকৃতিক নিয়মে এসেছে তাঁর কাছে। তাও মাটির কাছাকাছি কখনো থাকতে ভোলেননি নাদিয়া। যার জেরেই এতগুলো বছর পরেও শৈশবের ফেলে আসা দেশ, ধ্বংস হয়ে যাওয়া একটি সুন্দর পরিবারের স্বপ্ন, নাদিমকে আজও ভাবিয়ে তোলে। অবসরে তাড়া করে বেড়ায়। যে ভাবনারা ঠাঁই পায় তাঁর চোখের মণিতে, হৃদয়ের মণিকোঠায়। আর বুকের ভিতরে বেঁচে থাকে হেরাৎ, আফগানিস্তান।
by ময়ূরীকা মুখোপাধ্যায় | 16 September, 2021 | 545 | Tags : Nadia Nadim Afghanistan Refugee Footballer Denmark Doctor Inspiration